লজ্জা কি কেবল নারীর?
“লজ্জা নারীর ভূষণ” সমাজের এই বহুল প্রচলিত প্রবাদটির মাধ্যমেই সমাজিক এক দ্বিচারিতার প্রকাশ দেখা যায়। লজ্জা কি কেবল নারীদের? পুরুষের লজ্জা নেই? পিতৃতান্ত্রিক সমাজের সমস্ত দণ্ডমুণ্ডের কর্তা পুরুষ কিন্তু লজ্জা কেবল মেয়েদের। নারীর পোশাক কতটা লম্বা কতটা ছোট তার ওপর নির্ভর করে তার সামাজিক সম্মান, পারিবারিক শিক্ষা, সর্বোপরি তার সুরক্ষা, এমন এক সামাজিক নির্মাণের মধ্যে আমরা বাস করি। কিন্তু এই নির্মাণ যে কেবল পিতৃতন্ত্রের বুলি তা বোঝা যায় যখন বোরখা পরিহিতা নারী, পাঁচমাসের শিশু থেকে বৃদ্ধা সবাই ধর্ষিতা হন।
by মোনালিসা পাত্র | 07 September, 2023 | 862 | Tags : women dress code exploitation patriarchy