পরহেজগার

স্বামী -হুজুরের হুকুম তামিল আর সংসারের জোয়াল টেনেই শেষ হয়ে গেলেন মহিলা। ক্লান্ত শরীর, বিক্ষুব্ধ মন নিয়ে ছেলেদের কাছে নালিশ জানিয়েছেন কখনো। ছেলেরা বলেছে, এই বয়সে আব্বাকে আর কিছু বলা যাবে না। তারপর তিনি আর কারো কাছে নালিশ জানাননি। রাগ-দুঃখ-অভিমান চাপতে চাপতে মানসিক রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। মহিলাদের এই অত্যাচারকে আড়াল করে পতিভক্তির জন্য কীভাবে ধার্মিকের তকমা লাগিয়ে সমাজ প্রশংসা করে এই গল্পে সেই বাস্তব চিত্র উঠে এসেছে।

by আফরোজা খাতুন | 19 July, 2021 | 817 | Tags : Patriarchy domestic violence fiction short story bengali