রায়াদির ক্লিনিক (পর্ব-৫)
ফিরে আসেনি। ফিরে এলে কি লিখতাম, কি বলতাম জানিনা। ফিরে যখন আসেনি তখন নিশ্চিন্ত মনে বাড়তি ঝামেলা ঝেড়ে ফেলে সুস্থ মনে বাড়ি ফেরা যায়। ফিরে যখন আসেনি উত্তর দিতেই হবে এরকম কোন দিব্যি থাকে না। বাসে ফেরার সময় মাথায় ঘোরে খানিক। নিরাপদ কম্ফোর্ট জোনে মানুষজনের ভিড়ে হারিয়ে যায় সে।
by রুমেলিকা কুমার | 01 August, 2023 | 472 | Tags : raya clinick five