‘‌স্বাধীন মানুষ’‌ হওয়া মেয়েদের জন্য ব্রাত্য-ই! 

কিছুদিন আগেই পেরিয়েছে মাতৃদিবস। সোশাল মিডিয়া ভেসে গেছে মায়ের বন্দনায়। মায়ের আত্মত্যাগ, সহ্যশক্তি ইত্যাদি নিয়ে গুচ্ছের শব্দ খরচ হয়েছে। প্রতিটি মা-দিবস এলে বোনের জন্মদিন এলে ছেলেরা ন্যাকাবোকা শব্দ খরচ করে ছবি দেয়। ব্যস, 'মেয়েছেলের' প্রতি এর চেয়ে বেশি দরদ কিসে! দুই ছেলের বিধবা মায়ের দ্বিতীয় বিয়ে করার ইচ্ছেকে তাই মেনে নিতে না পেরে তার সোনার টুকরো ভাই পিস্তল বের করে দু রাউন্ড গুলি চালিয়ে দিল।

by সরিতা আহমেদ | 20 May, 2023 | 2424 | Tags : mother's day freedom of women honor killing patriarchy india