'ওয়ার্ক ফ্রম হোম' : মেয়েদের অবস্থান
করোনা কালের লকডাউনে 'ওয়ার্ক ফ্রম হোম' করতে গিয়ে সমস্যায় পড়ছেন মেয়েরা। বাইরে কাজ করলে, সেই সময়টা কর্মক্ষেত্রের জন্যই নির্দিষ্ট থাকে। কিন্তু মহিলা যখন ঘরে আছেন তখন পরিবারের সদস্যদের দেখভাল না করে, অন্য কাজে ব্যস্ত থাকবেন এটা তো অনেকে মেনে নিতে পারছেন না। অশান্তি এড়াতে অনেক মহিলাও অফিসের কাজের থেকে ঘরের কাজে বেশি সময় দিয়ে ফেলছেন। ভাবনার বিষয় হল, 'ওয়ার্ক ফ্রম হোম' যদি পরে ব্যাপকহারে চালু হয়ে যায় তখন কর্মদক্ষতা প্রমাণে মেয়েরা পিছিয়ে পড়বেন না তো?
by রোশন কুমার | 19 August, 2020 | 1098 | Tags : work from home women patriarchy corona