ভর

একদিন হঠাৎ শুনলাম ঘোষেদের মেজবউকে ভূতে ধরেছে। সে নাকি এখন আর কারো কথা শোনেনা। মেজবউ যেন ভুলে গেছে সে কালো, ভুলে গেছে যে ঘোষেদের কুলপ্রদীপকে সে বাঁচাতে পারেনি। দিনের পর দিন স্বেচ্ছাচারী হয়ে উঠছে মেজবউ। মেজবউয়ের সন্তান মারা যাওয়ার প্রায় একমাস পর থেকে প্রতিদিন গভীর রাত্রে ঘোষেদের বাড়ির ছাদে কাকে যেন ঘুরে বেড়াতে দেখা যায়।

by শতরূপা সিংহ | 20 September, 2023 | 197 | Tags : short story ghor bengali patriarchy