পূর্ণ হোক অর্ধ আকাশ
স্বাধীনতার পর থেকে রোজই মনে হয়েছে আসছে আসছে, এই এল বলে, অথচ যা আজও এল না! এদিকে আমাদের আচ্ছে দিনের স্বপ্ন দেখাও ফুরলো না! এখন মনে প্রশ্ন জাগে নারী স্বাধীনতা তাহলে কি সত্যিই তেমনই এক অলৌকিক বস্তু? অবশ্যই না। নারীর স্বাধীনতা তেমন কোনো অলৌকিক বিষয় নয় বরং আমাদের ওই আচ্ছে দিনের মতোই যা একান্ত কাম্য এবং যা সত্যিই আসা সম্ভব, তবুও আসছে না। এখন প্রশ্ন, এই নারী স্বাধীনতা তাহলে কি? নারী স্বাধীনতার বিপরীতেই কি রয়েছে পুরুষের পরাধীনতা?
by নার্গিস পারভিন | 14 October, 2021 | 869 | Tags : women's freedom halfhearted patriarchy