রূপকথার মেয়েরা : পুরনো বনাম নতুন

অন্য ক্ষেত্রের মতো নারীদের ক্ষেত্রে রূপকথাতেও পিতৃতন্ত্র সমাজ থাবা বসিয়েছে, ফলে রূপকথার পৃথিবীও পিতৃতান্ত্রিক। রূপকথায় এতো অসামঞ্জস্য এবং পিতৃতান্ত্রিকতা দেখেই বোধহয় পশ্চিম বিশ্ব একটু নড়েচড়ে বসেছে। তারা নতুন করে রূপকথা লেখার উদ্যোগ নিয়েছে। নতুন ভাবে তারা রূপকথা লেখার চেষ্টা করছে। চরিত্রগুলির লিঙ্গ পরিবর্তন করে তারা নতুন ভাবে রাপাঞ্জেল, সিন্ড্রেলাকে নিয়ে ভাবছে। 

by ​​​​​​​তামান্না | 02 April, 2022 | 940 | Tags : fairytale thakumar jhuli hansel and gretel patriarchy new fairytale