বৈধব্যে বিজয়ী মহারাষ্ট্র

মহারাষ্ট্রের স্থানীয় শাসনস্তরে গৃহীত নতুন আইন বিধবাদের সামাজিক মর্যাদা পুনঃস্থাপনের একটি সক্রিয় উদ্যোগ। শুধুমাত্র পাঁচশো- হাজার টাকা হাতে গুঁজে বিধবাভাতার নামে কেন্দ্র বা রাজ্য সরকারগুলির বিজ্ঞাপনবিলাসী জনকল্যাণ প্রকল্পের সঙ্গে হেরওয়াড পঞ্চায়েতে গৃহীত নীতির মূলগত তফাৎ রয়েছে। এ যেন উপর থেকে ছুঁড়ে দেওয়া দয়ারদান নয়, একেবারে পাশে দাঁড়িয়ে হাতটি ধরে পরিবর্তনের আশ্বাস। আর তাই এটা সমস্ত মহিলা সমাজের কাছে স্বাগত এক উদ্যোগ।

by সর্বাণী গুহ ঘোষাল | 21 June, 2022 | 446 | Tags : maharashtra herwad panchayat widow law