নতুন ভারতের লড়াইয়ে মেয়েরা
হিন্দুত্ব রাষ্ট্রবাদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামে নির্ভয় আত্মবিশ্বাস ক্রমাগত ছড়িয়ে পড়েছে, প্রবল শক্তি নিয়ে উৎসারিত হয়ে ওলোটপালট করে দিচ্ছে স্বভাবসিদ্ধ ধ্যানধারণাকে; ঘোষণা দিয়েছে: “মেয়েরা ধ্বংস করবে হিন্দুরাষ্ট্র”। ক্যাম্পাস থেকে চলতি বাস, রাজপথ থেকে ময়দান— মেয়েরা চ্যালেঞ্জ জানাচ্ছে, পথ দেখাচ্ছে, মত বানাচ্ছে, মানুষ জাগাচ্ছে।
by মলয় তেওয়ারী | 29 January, 2022 | 444 | Tags : women movement india against hindutto politics