স্বামীর সম্পত্তিতে হক্ পেলেও হস্তান্তর করা যাবে না
পৈতৃক সম্পত্তিতে বাংলাদেশের হিন্দু মেয়েদের অধিকার নেই। সমস্তই ছেলেরা পায়। যে পরিবারে পুত্র সন্তান নেই, শুধু কন্যাসন্তান রয়েছে তাদের ক্ষেত্রে আবার আর এক হিসেব। যে কন্যার পুত্রসন্তান থাকবে সেই কন্যার পুত্রের নামে সম্পত্তি দেওয়া হবে। মেয়েকে দেওয়া হবে না। সম্পত্তিতে হক্ চেয়ে আদালতে মামলা করেছিলেন সে দেশের এক বিধবা। ১৯৯৬ থেকে মামলা চলার পর ২০২০ সালে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ে হিন্দু বিধবা স্বামীর সম্পত্তিতে অধিকার পেলেন। কিন্তু সেই সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করতে পারবেন না।
by সিউ প্রতিবেদক | 24 September, 2021 | 549 | Tags : bangladesh patriarchy hindy women inheritance