পরিচয়
একটি মেয়ে কোনও বাবা-মায়ের সন্তান, কারও বোন বা দিদি, কারও স্ত্রী, কোনও বাড়ির বধূ। তার পরিচয়ের আগে জুড়ে দেওয়া হয় ‘কারও’ বলে একটা শব্দ। এই শব্দটা ছাড়া এক মেয়ের পরিচয় খুঁজে বাঁচার লড়াই রয়েছে এই গল্পে।
by রীনা মুখার্জী | 09 October, 2020 | 797 | Tags : women divorce patriarchy identity