এই সময়ে বাল্যবিবাহের চিত্র
সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজ্যপাল কর্তৃক একটি সরকারি নির্দেশিকাতে বলা হয়েছে, চাইল্ড ডেভলপমেন্ট প্রজেক্ট অফিসারের একটি অতিরিক্ত দায়িত্ব থাকবে চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অফিসার হিসেবে। হঠাৎ করে ২০২৪ সালে এরকম একটি অর্ডার বের হওয়ার কার্যকারণ কিন্তু খুব আশ্চর্যের বিষয় নয়। পরিসংখ্যান বলছে পশ্চিমবঙ্গে বাল্যবিবাহের হার বেশ ঊর্ধগামী এবং এই পরিসংখ্যান অস্বস্তিতে ফেলছে এ রাজ্যের সামগ্রিক উন্নয়নকে, প্রশ্নের মুখে ফেলছে সরকারি ব্যবস্থাপনাকে এবং ল’ অ্যান্ড অর্ডারকেও।
by শ্রীরূপা মান্না | 17 May, 2025 | 227 | Tags : Girl child marriage increase West Bengal