মানববিদ্যাচর্চার শ্রেণীকক্ষ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও প্রাতিষ্ঠানিক নারীবাদ : কিছু ভাবনা ও পর্যবেক্ষণ
যে রাষ্ট্র সোনি সোরির ধর্ষককে পুরস্কৃত করে, অথবা কুনান পোশপোড়া বা থাঞ্জাম মনোরমার ধর্ষণ ঘটায়, যে পুঁজি মহিলা শ্রমিকদের সমবেতন বা সংগঠিত হওয়ার অধিকার কেড়ে নেয়, তারাই যখন নারীবাদচর্চা কেন্দ্র খোলে, কিভাবে আমরা দেখবো আজ সেই দ্বন্দ্বটিকে? আজ এই ভিত্তিগত কথাটি না ভাবলে রাজনৈতিকভাবে মুখ থুবড়ে পড়তে বাধ্য এ দেশের নারী আন্দোলন।
by নন্দিনী ধর | 26 December, 2022 | 613 | Tags : feminism institution corporate