কন্যাদান

কন্যাকে ‘দানসামগ্রী’র সঙ্গে তুলনা করা হয়। এই অপমানজনক রীতির  বিপক্ষে গিয়ে, এক কন্যার বিয়ের কার্ডে ইংরাজিতে লেখা হয়েছে-'Kanya is not an object to given as daan' এবং বাংলায় লেখা হয়েছে-'কন্যা দান নয়, রক্ত দান।' অতঃপর যুদ্ধ শুরু হয়েছে। হিন্দুত্বের অপমান হয়েছে তাই কনের বাবার কাছে হুমকি ফোন আসছে। বলাই বাহুল্য বিয়ে নিয়ে হাজার ঝামেলা শুরু হয়েছে।

by তামান্না | 07 November, 2021 | 797 | Tags : marriage kanyadaan hindu women given insult patriarchy