‌স্ত্রীশিক্ষা ও বিদ্যাসাগর— একটি অন্বেষণ  

শিক্ষাগত যোগ্যতার নিরিখেই যে মেয়েরা কর্মজগতে আসে আর শিক্ষা আছে বলেই সমানাধিকার দাবি করতে পারে, সেই পরম সত্যটা খুব গভীরভাবে অনুধাবন করেছিলাম আর বুঝেছিলাম মেয়েদের শিক্ষার প্রয়োজন কেন সেই উনিশ শতক থেকে আজও সমান গুরুত্বপুর্ণ। সেই অনুভূতি থেকেই ফিরে তাকাতে চাই বিদ্যাসাগরের স্ত্রীশিক্ষায় অবদানের দিকে।                

by ড. চন্দ্রমল্লী সেনগুপ্ত | 19 September, 2023 | 2019 | Tags : iswarchandra vidyasagar education women empowerment