আরে! ইয়ার্কিও বোঝো না?

বুঝি! আমরা সব বুঝি! ইয়ার কী আর ইয়ার্কি --- সব বুঝি।‌ জন্মের মুহূর্ত থেকে জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গভেদে সক্কলকে সমাজ সমানভাবে শিখিয়েছে যে, মেয়ে আর মানুষ --- শব্দদ্বয়ের যতখানি দূরত্ব, মেয়ে আর মজা --- শব্দদ্বয়ের ততখানিই নৈকট্য। এ ব্যাপারে সমাজ বড়ই সাম্যবাদী। নারীকে নিয়ে কৌতুকের ধারণা আজকের নয়। সভ্যতার প্রগতি-বিমান যতদূরেই উড়ে যাক না কেন, নারীকেন্দ্রিক চটুল অসভ্যতার ‘প্রগতি’-র চেয়ে পিছিয়েই পড়েছে চিরকাল। আর এক্ষেত্রে শিক্ষার-ও সেভাবে কোনো অবদান নেই।

by পারমিতা মুখোপাধ্যায় | 08 May, 2025 | 67 | Tags : joke women society patriarchy