ছুট
তামান্নাদের বারান্দায় অনেকগুলো ফুলগাছ ছিল; আর সেগুলো ছিল পুরনো মর্টারের শেলে বসানো। ফাটা অথবা না ফাটা মর্টারের শেল – গোটা কাবুল শহর জুড়েই অজস্র হয়ে একসময়ে ছড়িয়ে থাকত। এই দেশ আফগানিস্তান, এই শহর কাবুল - কেবল যুদ্ধই দেখেছে। গোষ্ঠীতে গোষ্ঠীতে ভেঙে যাওয়া একেকজন ক্ষমতাসীন মানুষ, একেকটা গোষ্ঠীর পিছনে নেমে আসা হঠাৎ আন্তর্জাতিক সমর্থন। তামান্না এই মর্টারের শেলগুলোতে ফুল ফুটলে পরে বলত, ফ্লাওয়ার অব ওয়ার। সালেমা অবাক হয়ে ভাবত এই মেয়েটা কিছু কল্পনা করতে পারে।
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 01 March, 2022 | 532 | Tags : short story background kabul patriarchy taliban