৮ মার্চের বোধন ও শ্রমজীবী নারীদের সুরক্ষার বোধ
মহিলাদের নিয়ে যে-কোনো ‘দিবস’ পালনের হুজুগ অথবা সোশাল মিডিয়ায় বাচ্চা-কোলে শ্রমিক মায়ের ‘দশভূজা’ ‘সতীলক্ষ্মী’ ট্যাগের ছবি নিয়ে আদিখ্যেতায় সামিল হওয়ার আগে জানা উচিৎ, মাতৃত্বকে এইরকম অমানুষিক পরিশ্রমের মাধ্যমে উদযাপন করাটা কোনো ভালো সমাজের দৃষ্টান্ত নয়। এরকম 'সুপার মাদার'কে প্রোমট করে মেয়েদের আদপেই কোনও উপকার হয় না, কেবল প্রাগৈতিহাসিক মনুবাদ ও পুরুষতান্ত্রিক সমাজের ভণ্ডামির প্রচারই হয়।
by সরিতা আহমেদ | 09 March, 2025 | 132 | Tags : patriarchy motherhood appreciation kumbhamela lady RPF constable