বিবাহিত পুরুষ স্বামী কেন?
মেয়েরা যে পুরুষকে বিয়ে করে সেই পুরুষটিকে ওই মেয়ের স্বামী বলে। স্বামীর সংসার, স্বামীর ভিটে, স্বামীর সোহাগ, স্বামীর অর্থ, স্বামীর খ্যাতির ওপর নির্ভর করে স্ত্রীর মর্যাদা-অমর্যাদা। স্বামীর আভিধানিক অর্থ প্রভু, মনিব, মালিক, অধিপতি। গৃহস্বামী হলো গৃহের মালিক। ভূস্বামী হচ্ছে ভূ অর্থাৎ ভূমি বা জমির মালিক। বিবাহিত পুরুষরাও স্বামী অর্থাৎ স্ত্রীর মালিক। কেন? তার নির্দেশ স্ত্রী চলবে কেন? নিজের জ্ঞান-বুদ্ধি, ভালোলাগা-মন্দলাগা দিয়ে সে জীবন কাটাবে।
by আফরোজা খাতুন | 26 May, 2022 | 829 | Tags : marriage institution patriarchy husband lord