আন্দোলনের নাম মাহশা আমিনি

যারা পর্দা রক্ষার জন্য হিজাব, বোরখার কথা বলেন, তাদের কাছে প্রশ্ন, যে মহিলাটি অন্যের জমিতে মজুর খেটে, কারখানায় কাজ ক’রে, বা গৃহপরিচারিকার  কাজ ক’রে সংসার প্রতিপালন করেন, তিনি কি ভাবে এই পর্দা রক্ষা করবেন? আমাদের মত গ্রীষ্ম প্রধান,আদ্র আবহাওয়ার দেশে বোরখা পরে বা হিজাব দিয়ে মাথা-মুখ ঢেকে পরিশ্রমসাধ্য কাজ করা কি সম্ভব? আর ওই ফুটপাথবাসিনী মহিলাটি, যার পরনে মোটে বস্ত্রই জোটেনা! তার বেলা? সেখানে কি আলাদা নিয়ম?

by মীরা কাজী | 02 December, 2022 | 242 | Tags : movement hijab mahasha amini iran