মৈত্রী

আমার শাশুড়ি মার ওপর একটুও রাগ নেই।  তিনি নিমিত্ত মাত্র। আসলে কি জানো যুগযুগান্তর ধরে পুরুষেরা মেয়েদের মধ্যে একজনকে অন্যজনের বিরুদ্ধে লড়িয়ে দিয়ে দূরে দাঁড়িয়ে মজা দেখতে বড় ভালবাসে। তারা নিজেদের সাধু বলে প্রমাণ করে এইটা দেখানোর চেষ্টা করে যে মেয়েরাই মেয়েদের পরম শত্রু। এই কারণে আমাদের ক্ষুদ্র ও খণ্ড প্রতিবাদকে ভেঙ্গে ফেলা তাদের কাছে খুব সোজা। ডিভাইড এন্ড রুল পলিসি।

by শতরূপা সিংহ। | 20 March, 2025 | 103 | Tags : short story maitri bengali society