রেণুকা মাঝির দুই চোখ
বিষ অনেক রকমের হয়। কোনও কোনও ক্ষেত্রে বিষের প্রতিক্রিয়া হয় তাড়াতাড়ি। কোনও কোনও ক্ষেত্রে আবার বিষের যন্ত্রণায় কাতরাতে হয় বহুক্ষণ। ভারতবর্ষের মানুষ স্লো-পয়জনিংয়ে বিশ্বাসী। এতে মৃত্যু সেভাবে ত্বরান্বিত হয় না, কেবল স্থবির হয়ে থাকে সমাজ। ঘুম ঘুম চোখে নেশা লাগে। লুপ্ত হয় সাড়। অক্টোপাসরূপী সূরযেরা নিজেদের সাম্রাজ্য কায়েম করে। বাকিরা সবাই নেশাগ্রস্ত হয়ে বেঁচে থাকে। জরাগ্রস্ত, প্রতিক্রিয়াহীন যযাতির মতো। নবমিতার গৌরের কথা মনে পড়ে। সেই সব চরিত্র কাল্পনিক।
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 19 April, 2022 | 449 | Tags : short story bengali renuka majhi