আন্দোলনের শেষ থাকে না, থাকে শুধু শুরুয়াত’ – প্রসঙ্গ ‘মি টু'
সোশাল মিডিয়ায় নারীনির্যাতনের অপরাধ প্রকাশ্যে আসা নিয়ে বেশ ক'বছর ধরে উত্তাল হয়েছে সারা
দুনিয়া, আমার দেশ এবং আমার রাজ্য। সৌজন্যে ‘মি_টু’ আন্দোলন ।
কখনও কখনও উচ্চারিত কিছু শব্দবন্ধ দেশ-কাল-সময়-এর গণ্ডী পেরিয়ে পৃথিবীর নানা প্রান্তে
ছড়িয়ে পড়ে। যে শব্দের অভিঘাত খুব সুদূরপ্রসারী হয়। যে শব্দের ব্যঞ্জনা অনেক সময় জীবনের
অনেক গোপন সত্য উদ্ঘাটনেও আমাদের সাহসী করে তোলে।
by সরিতা আহমেদ | 26 May, 2023 | 400 | Tags : women movement social media me too