নারীবিদ্বেষ ও নতুন বছর
নতুন বছর এসেই গেলো, সকলে হেসে,গেয়ে সাদরে বর্ষবরণ করে নিলো। আশা করি এ বছর আমরা সামাজিক মাধ্যমে আদুরে বিড়াল, দুষ্টু কুকুর, সুন্দরী প্রভাবকদের নানান কর্মযজ্ঞ দেখে দিন পার করে দেবো। মগজকে শীতঘুম পাড়িয়ে সমস্ত দুর্নীতি, বিদ্বেষকে সমর্থন করে, পিতাদের সুরে গান গাইবো! হোয়াটসএপ গ্রুপে, ফেসবুক, ইন্সট্রাগ্রাম, ইউটিউব ভিডিওর মন্তব্য বিভাগ ভরিয়ে তুলবো বিদ্বেষে! আমরা জানি নারী বিদ্বেষ বা মিসোজিনি কাকে বলে।
by তামান্না | 04 January, 2022 | 568 | Tags : new year social media patriarchy