আজকের ভারতবাসীর জন্য রোকেয়া-চর্চা হতে পারে প্রেরণা, উৎসাহ, আশ্রয়   

রোকেয়া বলেছেন, মেয়েরা যেটা সহজে মানবে না বলে মনে করেছে পিতৃতন্ত্র তাকে ধর্মের দোহায় দিয়ে মানিয়েছে। বাচ্চাদের যেমন ভূতের ভয় দেখিয়ে শান্ত করা হয়, মহিলাদেরও তেমনি ধর্মের অস্ত্রাঘাতে মাথা নত করতে শিখিয়েছে। রোকেয়ার বলিষ্ঠ এই প্রত্যয় থেকেই বৈষম্যের বিরুদ্ধে অভিযান। আজকের ভারতবাসীর জন্য রোকেয়া-চর্চা হতে পারে প্রেরণা, উৎসাহ, আশ্রয়।

by আফরোজা খাতুন | 09 December, 2022 | 1496 | Tags : rokeya muslim women patriarchy Inequality modern india motivation