মুক্তিযোদ্ধা

দিদি তখন বলেছিল, ‘কাজেই মানুষের মুক্তি। তোকে তাল তাল সোনার মধ্যে যদি কোনো দিন বসিয়ে দিয়ে আসতে পারি, সেদিন বুঝবি, তোর ঠিক “রক্তকরবী”র রাজার মতোই অবস্থা হবে। যদি মনে শান্তি পেতে চাস তবে তোকেও মাঠে নামতে হবে হাওয়া খেতে। একবার কর্মক্ষেত্রে নেমে দেখ তখন উপভোগ করতে পারবি সেই আনন্দটা।

by শতরূপা সিংহ | 06 February, 2023 | 143 | Tags : short story muktizuddhoi bengali patriarchy