জাতীয় কন্যাশিশুদিবস ও কড়ানাড়ার আওয়াজ

জাতিসংঘের জনসংখ্যা তহবিল বা ইউএনএফপিএ - ২০২০ সালের জুন মাসের এক রিপোর্টে জানিয়েছে , গত ৫০ বছরে ভারতে প্রায় ৪ কোটি ৬০ লাখ মেয়ে নিখোঁজ হয়ে গেছে। প্রতি বছর ভারতে  গর্ভপাত ঘটিয়ে ৪৬ লাখ কন্যা ভ্রূণ নষ্ট করে ফেলা হয় এবং জন্মের পর কন্যা শিশুদের ইচ্ছাকৃতভাবে অবহেলা করার কারণে কন্যা শিশুমৃত্যুর হার খুবই বেশি।

by তামান্না | 03 February, 2022 | 479 | Tags : India national girl child day