স্বামীর মৃত্যুর কারণে তাহেরা সম্পত্তি থেকে বঞ্চিত

২০১৮ সালে তাহেরার স্বামীর কিডনির সমস্যা জনিত রোগ ধরা পড়ে। ফিরে আসেন পশ্চিমবঙ্গে। কিন্তু দুটি কিডনিই নষ্ট হয়ে যাওয়ায় ২০২১ সালে তাহেরার স্বামী কাদের সেখ মারা যান। মারা যাবার চার দিন পর শাশুড়ি, জা-ভাসুর তাহেরার ঘরে তালা দিয়ে দেন। তাঁরা বলেন, ধর্মীয় আইনে তাহেরা এবং তার সন্তানের  আর কোনও অধিকার নেই এই পরিবারের সম্পত্তিতে ।

by আরমিন খাতুন | 31 May, 2023 | 661 | Tags : Muslim Inheritance Law India news