পর্দাঢাকা পণ্য বনাম একটি বিশ্বব্যাপী মুক্তিআন্দোলন

ইরানে একটি সোশাল মিডিয়া প্রতিবাদ হল হ্যাশট্যাগ NO-TO-HIJAB। মজার কথা হিজাবের বিরুদ্ধে এই প্রতিবাদের তারিখটি ছিল ১২ জুলাই - যা ইরানে হিজাব এবং সতীত্বের জাতীয় দিবস উদযাপিত হয় ! এ সময় সরকারি প্রতিষ্ঠান ও সংস্থাগুলোকে পুরো সপ্তাহে হিজাব প্রচারের নির্দেশ দেওয়া হয়। কিন্তু ইরানের স্বাধীনচেতা প্রতিবাদী নারীরা সিদ্ধান্ত নিয়েছিলেন এই দিনে তারা হিজাবের বিরোধিতা করবেন। সামাজিক মাধ্যমে ভার্চুয়াল আন্দোলনটি যখন জনসমর্থন পেয়ে যায় তখন নড়েচড়ে বসে প্রশাসন।

by সরিতা আহমেদ | 18 November, 2022 | 300 | Tags : women movement iran no to hijab