কাটা হাতে স্বপ্নেরা ডানা মেলে
ঘুণ ধরে আছে সমাজের গভীরে। পিতৃতান্ত্রিক নির্মাণে। শিশুকন্যাকে পুতুল, হাড়ি, কড়াই খেলনা দিয়ে গৃহসংসারের সেবার দায়িত্ব দেওয়ার ট্রেনিংয়ের মধ্যেই। আজ রেণুর হাত কাটা দেখে চমকে উঠছি। সুতপাকে নিয়ে গণমাধ্যম, সামাজিক মাধ্যাম কয়েকদিন তোলপাড় করছে। তারপর সব ঠাণ্ডাঘরে। আততায়ী তৈরির আসল কারখানাটা ভেঙে ফেলার কথা একবারও কি ভাবছি? হ্যাঁ, মেয়েরা লড়ছে। লড়ছে আধিপত্যের বিরুদ্ধে। রক্তাক্ত শরীর-হৃদয় জুড়ে স্বপ্নেরা ডানা মেলেছে।
by আফরোজা খাতুন | 11 June, 2022 | 406 | Tags : patriarchy oppressed women renu khatun