অসমাপ্ত গল্প

আমার চরিত্রের একটা অন্ধকার দিকের সাক্ষী এই প্রেতটা। আমি মধ্যবিত্ত এক অতি সাধারণ মানুষ প্রকাশ মিত্র, যে একটা মশাকেও ঠিকমত কখনও মারতে পারিনি, সেই আমি নিজের জলজ্যান্ত স্ত্রীকে খুন করে ফেললাম? আমি পুরুষমানুষ হয়েও নয়নার প্রেতের সামনে কান্নায় ভেঙে পড়লাম। আমি ওর কাছে ক্ষমা চাইলাম বটে কিন্তু জানি আমাকে ক্ষমা করা ওর পক্ষে অত সহজ হবে না। আর এটাও জানি আমারই চোখের সামনে দিয়ে উড়ে চলে যাবে ওর আকাঙ্ক্ষার স্থানেই।

by শতরূপা সিংহ | 15 February, 2024 | 187 | Tags : short story osomapto golpo patriarchy brave lady