গাঁয়ের নাম পাতরডুবা

 বর্ধমান স্টেশনের প্লাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করছি। হঠাৎ একজন মহিলাকে দেখে আমার খুব চেনা বলে মনে হল। কিন্তু কোথায় দেখেছি মনে করতে পারছিনা। খেয়াল করলাম সেও আমাকে দেখছে। এবার মহিলাটি আমার দিকে এগিয়ে এসে বলল, সে ভাদু। ভাদু তার অনেক কথা বলে যেতে লাগল। কিছুটা আমার কানে যাচ্ছে কিছুটা যাচ্ছেনা। তার ট্রেন এসে গেলে সে চলে গেল। আমি কেন তাকে চিনতে পারলামনা সেটা ভেবে আমার খুব খারাপ লাগতে লাগল। সেই সঙ্গে বিস্মৃতির অন্তরাল থেকে একটি মুখ আমার স্মৃতিপটে উজ্বল হয়ে উঠল।   

by মীরা কাজী | 25 April, 2023 | 235 | Tags : short story patorduba mira kaji