মুসলিম নারী অধিকার দিবস উদযাপনে নিন্দা

আগস্টের ১ তারিখ মুসলিম নারী অধিকার দিবস পালন করা হল । কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি মনে করছেন, ১ আগস্ট দেশের মুসলিম মেয়েরা তাৎক্ষণিক তিন তালাক থেকে মুক্তি পেয়েছে। এই দিনটি তাই ‘মুসলিম মহিলা অধিকার দিবস’ হিসেবে পালিত হবে। নানা প্রান্তের প্রায় সাতশো নারী অধিকার- রক্ষা কর্মী মুক্তার আব্বাস নাকভির বক্তব্যের বিরুদ্ধে লিখিত নিন্দা জানান।

by আফরোজা খাতুন | 08 August, 2021 | 691 | Tags : muslim women day hindu patrichay social worker movement