‌বাংলাদেশের হিন্দু পারিবারিক আইন  ও  সংস্কারের দাবিতে নাগরিক আন্দোলন

ব্রিটিশ শাসনের সময় উনিশ শতকে ভারতবর্ষে বা উপমহাদেশের হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান ধর্মের ‘পারিবারিক বা পার্সোনাল ল’-এর কোনো সংস্কার হয়নি। পাকিস্তানে মুসলিম পারিবারিক আইন সংস্কার ও লিখিত আইন করার আন্দোলন ১৯৪৭ সাল থেকেই শুরু হয়। ১৯৬১ সালের পর থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত বাংলাদেশের নারী আন্দোলন দাবি জানাচ্ছে মুসলিম পারিবারিক আইনে পূর্ণ সংস্কার করে সংবিধানের সঙ্গে পূর্ণ সংগতি রেখে গণতান্ত্রিক রাষ্ট্রীয় একটি আইন। 

by মালেকা বেগম | 05 June, 2021 | 879 | Tags : bangladesh family law reform personal law movement