পোর্টালের দ্বিতীয় বর্ষপূর্তি

Sksew.com আজ দুবছরের যাত্রাপথ পার করলো। ১৪ মে ২০২০ সালে এই অনলাইন পোর্টালের জন্ম। পোর্টালের জন্মদিন উপলক্ষে এই দুবছরে প্রকাশিত লেখাগুলোর মধ্যে সবচেয়ে বেশি পঠিত লেখা আগামী পাঁচদিন ধরে আমরা পাঠকদের সামনে পুনরায় উপস্থাপিত করার সিদ্ধান্ত নিয়েছি। যে লেখক এবং পাঠকরা চলার পথের সঙ্গী হয়েছেন তাঁদের সকলের প্রতি সংগঠনের তরফ থেকে অনেকখানি ভালোবাসা।      

by সিউ প্রতিবেদক | 14 May, 2022 | 424 | Tags : birth day sksew portal