পোর্টালের দ্বিতীয় বর্ষপূর্তি

  • 14 May, 2022
  • 0 Comment(s)
  • 423 view(s)
  • লিখেছেন : সিউ প্রতিবেদক
Sksew.com আজ দুবছরের যাত্রাপথ পার করলো। ১৪ মে ২০২০ সালে এই অনলাইন পোর্টালের জন্ম। পোর্টালের জন্মদিন উপলক্ষে এই দুবছরে প্রকাশিত লেখাগুলোর মধ্যে সবচেয়ে বেশি পঠিত লেখা আগামী পাঁচদিন ধরে আমরা পাঠকদের সামনে পুনরায় উপস্থাপিত করার সিদ্ধান্ত নিয়েছি। যে লেখক এবং পাঠকরা চলার পথের সঙ্গী হয়েছেন তাঁদের সকলের প্রতি সংগঠনের তরফ থেকে অনেকখানি ভালোবাসা।      

sksew.com আজ দুবছরের যাত্রাপথ পার করলো। ১৪ মে ২০২০ সালে এই অনলাইন পোর্টালের জন্ম। South Kolkata Society For Empowerment of Women-এর জন্মলগ্ন (২০১০ সাল) থেকে এর মুখপত্র ‘সিউ পত্রিকা'  প্রকাশ শুরু হয়। ‘সিউ পত্রিকা' বার্ষিক। তাই নারীর ওপর ঘটে যাওয়া লিঙ্গীয় অবিচারের বহু সাক্ষী থেকেও বৎসরান্তে তা লিপিবদ্ধ করার অপেক্ষায় থাকতে হতো। সেই সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসার পরিকল্পনা নিয়ে Sksew.com- এর জন্ম। অবশ্যই সঙ্গে রয়েছে মুদ্রিত (বার্ষিক) ‘সিউ পত্রিকা'ও। মুসলিম পারিবারিক আইন সংস্কারের দাবি নিয়েই মূলত এই সংগঠন কাজ করে। Sksew.com- এ এই সংক্রান্ত বহু লেখাও প্রকাশ হয়েছে। এবং আগামীতেও প্রকাশ হবে। পোর্টালের জন্মদিন উপলক্ষে এই দুবছরে প্রকাশিত লেখাগুলোর মধ্যে সবচেয়ে বেশি পঠিত লেখা আগামী পাঁচদিন ধরে আমরা পাঠকদের সামনে পুনরায় উপস্থাপিত করার সিদ্ধান্ত নিয়েছি। যে লেখক এবং পাঠকরা চলার পথের সঙ্গী হয়েছেন তাঁদের সকলের প্রতি সংগঠনের তরফ থেকে অনেকখানি ভালোবাসা।      

0 Comments

Post Comment