অন্য আঁধার

​​​​​​​কোভিদ-১৯ এর লকডাউনে বিপাকে পড়েছে আমেনা। বাড়ির রোজগেরে পরিযায়ী শ্রমিক-পুরুষটি আটকে আছে ভিন রাজ্য কেরালায়। সেখানে কাজ নেই। ফিরে আসারও উপায় নেই। আমেনা সকালে ট্রেনে চেপে বাজারে চিংড়ি ছাড়ানো ও প্যাকেট করার কাজ করত । লকডাউনে সেটিও বন্ধ। পরিবারের অভুক্ত মুখগুলোর দিকে তাকিয়ে অসহায় হয়ে পড়ে আমেনা। এদিকে লোভী চোখ ঘোরাফেরা করে তার বিপর্যস্ত অবস্থার সুযোগ নেওয়ার জন্য। বর্তমানের বাস্তব থেকে নেওয়া একটা গল্প।    

by মীরা কাজী | 20 August, 2020 | 1063 | Tags : ‌corona lockdown migrated labour poverty women