প্রগতি
এক ঝটকায় সরে এসে বুবুনের মা সকলকে বিস্মিত করে এই প্রথম ক্রুদ্ধস্বরে বলে উঠলো, ‘আমি কেবলমাত্র বুবুনের মা নই। শুধুমাত্র কারোর বউ কিংবা মেয়ে নই। কেন বারবার আমাকে সম্পর্কের ভিড়ে হারিয়ে যেতে হবে? আমারও স্বতন্ত্র পরিচয় আছে। সকলে কান খুলে শুনে রাখুন আমার নাম প্রগতি।’
by শতরূপা সিংহ। | 07 August, 2024 | 138 | Tags : short story pragati bengali patriarchy