পিসিমাদের ভাতের হোটেল
এই শহরে পিসিমাদের টিকে থাকাটা ক্রমশই আরও কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ছে। পুঁজির বিন্যাস এমনই, এই শহরে এখন পুঁজির মাৎসন্যায় অবস্থা। বড় মাছ ছোট মাছকে গিলে খাচ্ছে অনায়াসেই। চৌধুরীদের বাড়ির মতো পুরনো বাড়িগুলিকে সস্তাদরে একবার কিনে নিতে পারলেই গ্যারাজ স্পেস, পার্কিং-লট, ওপেন গার্ডেন, এমন সমস্ত বিষয়ই তখন ক্রেতা-প্রোমোটারদের কাছে মুখ্য হয়ে দাঁড়াচ্ছে। এই সময় কালুয়া বা ঘন্টুদের রোজগারের সময়। এভাবেই হচ্ছে কর্মসংস্থান। উচ্ছেদ এইভাবেই।
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 08 February, 2022 | 663 | Tags : short story bengali promoter kolkata