মুসলিম সম্পত্তি আইনে বঞ্চিত রোজিনা
ভারতীয় মুসলিম পৈতৃক সম্পত্তি আইনে, বাবা জীবিত থাকা অবস্থায় কোন ছেলে মারা গেলে, সেই ছেলের বিধবা স্ত্রী ও সন্তানরা বাবার কোন সম্পত্তি পান না এখনও। মৃতের আত্মীয়রা অনেক সময় মৃতের পরিবারকে সম্পত্তি দিয়ে দেন। তবে সেটা দান পাওয়া। অধিকার নয়। দান না করলে মৃতের পরিবার বসতভিটে, বাস্তুজমি কোন কিছুই দাবি করতে পারেন না। এদেশের এই মুসলিম সম্পত্তি-আইনের জন্যই বিপদে পড়েছেন শিশুসন্তান সমেত রোজিনা।
by সিউ প্রতিবেদক | 23 June, 2020 | 1071 | Tags : muslim inheritance property law discrimination india