‘স্বপ্নদৃষ্টা’ : বাঙালি মুসলিম মহিলার প্রকাশিত প্রথম উপন্যাস
‘স্বপ্নদৃষ্টা’। লেখক নুরুন্নেচ্ছা খাতুন বিদ্যাবিনোদিনী। এটাই বাঙালি মুসলিম মহিলার প্রকাশিত প্রথম উপন্যাস। প্রকাশিত হয় ১৯২৩ সালে। নুরুন্নেচ্ছার জন্ম ১৮৯৪ সালে মুর্শিদাবাদ জেলার শাহপুর (সালার) গ্রামে। ‘স্বপ্নদৃষ্টা’-র কেন্দ্রে রয়েছে এক উচ্চবংশের অন্তঃপুর। সেখানে যে অবরোধের কড়াকড়ি তা প্রতিটি ঘটনার মধ্যে চিত্রিত হয়েছে।
by আফরোজা খাতুন | 03 April, 2023 | 1256 | Tags : Nurunnessa Khatun Vidyavinodini shwapnodroshta published first novel by bengali muslim women india