নেই ঘর

স্বাধীনতা প্রাপ্তির পর এতগুলো দশক পেরিয়ে এসেছি আমরা। অন্যান্য ক্ষেত্রে বৈষম্য নিয়ে আলোচনা আপাতত থাক। কিন্তু লিঙ্গনির্বিশেষে সাম্য যে ভারতে এখনো মরীচিকা তা বলার অপেক্ষা রাখে না। মেয়েদের সম্পত্তির অধিকারের বিষয়টিতে নজর দেওয়া যাক। সেই ঔপনিবেশিক যুগ থেকেই উত্তরাধিকারের প্রশ্নটি ব্যক্তিগত আইন বা পারিবারিক আইনের আওতার অন্তর্ভুক্ত। স্বাধীন ভারতের সরকার এই আইন নথিবদ্ধ করতে প্রয়াসী হয়েছে এবং প্রয়োজনমতো সংশোধন করেছে। কিন্তু লিঙ্গসমতা প্রতিষ্ঠিত হয়েছে কি?

by অপর্ণা বন্দ্যোপাধ্যায় | 26 October, 2022 | 570 | Tags : right home women patriarchy india