সম্পত্তি আইন সংস্কারের দাবিতে ওঁরা

ভারতের মর্জিনা বিবিদের ভিটেছাড়া করার নির্লজ্জ বঞ্চনার বিরুদ্ধে কথা বললে রাজ্যের ক্ষমতাবান রাজনৈতিক দল রে রে করে বলে ওঠে, ‘মুসলিমরা নিজের ধর্ম নিজের মতো পালন করবে’। মুসলিম পিতৃতন্ত্র অনধিকার ‘হিত’ করার প্রবণতায় মৃতের পরিবারকে দান করার নিদান দিয়ে ধর্ম পালনের আত্ম অহংকারে তৃপ্ত হয়। ব্যক্তিকে বঞ্চনা, অপমান করে ইসলামকে অক্ষত রাখার ফতোয়াধারী স্বার্থান্বেষী অধার্মিকদের বিরুদ্ধে তাই ওঁরা জোট বেঁধেছেন। (মুসলিম সম্পত্তি আইন পর্ব-৩) 

by আফরোজা খাতুন | 25 January, 2022 | 656 | Tags : muslim property rights india reform movement