কেন বাংলা সিরিয়াল এত সমালোচিত? কিছু যুক্তি ও মতামত
সিরিয়ালের গল্পগুলি যখন শুরু হয় তখন দর্শকের মধ্যে প্রত্যাশা জাগে যে একটা আলাদা কিছু দেখানো হবে এবার। কিন্তু একটা মাস যেতে না যেতেই গল্পটি হয়ে যায় সাংসারিক কূটকাচালি ও ষড়যন্ত্রের গল্প। গল্পের নারীচরিত্রদের শুধু দুটো লক্ষ্য থাকে। এক, গল্পের প্রধান পুরুষ চরিত্রের থেকে নায়িকাকে দূরে রাখা, এবং দুই, নায়িকার ক্ষতি করা। এই খলনায়িকা চরিত্রেরা নায়িকার শ্বশুরবাড়ির কেউ হতে পারে কিংবা নায়ক বা নায়িকার পরিচিত কেউ হতে পারে। তারা চাকুরিরতা হলেও এদের চাকরি করতে কখনও দেখা যায় না।
by রুশতী মুখার্জী | 24 May, 2023 | 634 | Tags : Bengali serial patriarchy oppression women