ঘেরাটোপ (পর্ব-১৮)

পুঁটি ততক্ষণে ওপারের জমিতে নরম ঘাসের উপর লাফিয়ে নেমেছে। সে হাত তুলে মুখভঙ্গি করে কুড়ুনিকে নেমে আসতে উৎসাহ দেয়। কষ্ট সহ্য করতে বলে। কুড়ুনি কি নামতে পারবে? প্রচণ্ড জ্বালা করছে। পিঠের জামাটা যেন ভেজা ভেজা লাগে। রক্ত? কুড়ুনির গা হিম হয়ে আসে। রক্তে বড় ভয় তার। দাঁতে দাঁত চিপে এক ঝটকাতে সে তার শরীরের প্রায় সবটুকুই এবারে জানালার বাইরে বের করে আনে। লাফ দিতে আর দেরি করা চলে না। যন্ত্রণায় যেন দমবন্ধ হয়ে আসছে তার। ধুপ করে একটা শব্দ হয়। (ধারাবাহিক রচনা, পর্ব ১৮)

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 30 January, 2025 | 66 | Tags : The Siege Serialised Novelette series eighteen