ঘেরাটোপ (পর্ব-১১)
অনেক দূরে কেবল সবুজ জঙ্গলের দিগন্তরেখা দেখা যায়। তার পিছন থেকেই মেঘ উঠে আসছিল। ঘন কালো, পাঁজা পাঁজা তুলোর মতো শক্তিশালী মেঘ। কুড়ুনি অবাক হয়ে দাঁড়িয়ে পড়েছিল। পা সরছিল না তার। বিশাল আকাশটা যেন তখন তার চোখের সামনেতেই বিরাট গোল চাপা দেওয়া বাটির মতো হয়ে উপরে উঠে যাচ্ছিল। আর সেই উঠে যাওয়ার সঙ্গে সঙ্গেই পাল্লা দিয়ে এদিক থেকে ওদিকে ছুটে বেড়াচ্ছিল ঘনবরণ কালো মেঘের দল। ভয় পেলেও কুড়ুনির মনে কিসের যেন এক অদ্ভুৎ আকর্ষণ কাজ করছিল। সে ভেজা কাদামাটির উপর একলাটি, চুপ করে দাঁড়িয়েছিল তখন।
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 27 September, 2024 | 162 | Tags : The Siege Serialised Novelette series eleven