সামাজিক যোগাযোগ মাধ্যমে পিতৃচোখে মেয়েরা (পর্ব-৪)
রেণু পাখি হতে চেয়েছিল, স্বাধীন ভাবে, স্বচ্ছল হয়ে, চাকরি করার স্বপ্ন দেখেছিল, সে দুবেলা ভাত রেঁধে, পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে, শের মহম্মদের লুঙ্গি-গেঞ্জি- জাঙ্গিয়া কেঁচে, মুখ চেপে হেসে, দুঃখকে শিকেয় তুলে, কষ্ট ভুলে, ফিসফিস করে কথা বলে, সাবধানে পা ফেলে বাঁচতে চাননি; তারফলে রেণুকে জব্দ করতে শের মহম্মদ তাঁর ডানা ছেটে ফেলেন!
by তামান্না | 09 July, 2022 | 348 | Tags : cyberbullying social media harassment Discrimination against women series four