ঘেরাটোপ (পর্ব- ১৯)

দেশজুড়ে আজ বিকাশের মরসুম। মানুষ তো দূরস্ত, পাহাড়-নদী-অরণ্যের অস্তিত্বও এখন আর নিরাপদ নয়। প্রায় সোয়াশো কোটি টাকার প্রজেক্ট। মনোহরলাল বিগলিত ভঙ্গিতে দামি শম্পাইনের বোতলটা স্যরের সামনের টেবলে রাখেন। স্যর মুখ তুলে তাকান। মিটিমিটি হাসি এসে তাঁর মুখ আর ঠোঁটের চারপাশে জড়ো হয়। ‘ট্রিবিউন কা ও ছোকরি তো অব বহৌত হি কামিয়াব লগতি হ্যায় লালজিভাই!” মনোহরলাল শরীর কুঞ্চিত করেন। তিনি ঠিক এই ভয়টাই পাচ্ছিলেন। (ধারাবাহিক রচনা, পর্ব -১৯)

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 22 February, 2025 | 33 | Tags : The Siege Serialised Novelette series nineteen