বিবাহিত নারী (ত্রিশ)

আমরা বরং কল্পনা করি বেল দ্য জুইলঁ-র ব্যতিক্রমী গুণাবলিতে সমৃদ্ধ একজন পুরুষকে। এটা নিশ্চিত যে, কলম্বিয়ের অঞ্চলের ঊষর নির্জনতায় তিনি গ্রস্ত হতেন না। তিনি নিজের জন্য পৃথিবীতে এমন একটি জায়গা তৈরি করতেন যেখানে তিনি কোনো কিছুর দায়িত্ব গ্রহণ করতেন, লড়াই করতেন, কাজ করতেন। বিবাহের গ্রাসে পড়ে কত মহিলাই তো, স্তঁন্দালের ভাষায়, ‘মানবতার জন্য ধ্বংসপ্রাপ্ত!’ হয়েছেন। এটা বলা হয়ে থাকে যে, বিবাহ একজন পুরুষকে খর্ব করে দেয়। কিন্তু বিবাহ একজন নারীকে প্রায় সর্বদাই ধ্বংস করে দেয়।

by চন্দন আঢ্য | 26 July, 2022 | 258 | Tags : Feminism the married women series thirty